Terms & Conditions
শর্তাবলী (Terms & Conditions)
WavesTrendy
WavesTrendy-তে স্বাগতম। আমাদের ওয়েবসাইট, সার্ভিস ও পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত শর্তাবলিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে অর্ডার করার আগে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. সার্ভিস ব্যবহার
-
WavesTrendy-এর সকল পণ্য শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রযোজ্য
-
কোনো অননুমোদিত বাণিজ্যিক বা পুনরায় বিক্রির উদ্দেশ্যে পণ্য ব্যবহার করা যাবে না
-
অর্ডার করার সময় সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করা গ্রাহকের দায়িত্ব
২. পেমেন্ট পদ্ধতি
আমরা বর্তমানে নিচের পেমেন্ট পদ্ধতি গ্রহণ করি:
-
ক্যাশ অন ডেলিভারি (COD)
-
বিকাশ (bKash)
-
নগদ (Nagad)
-
রকেট (Rocket)
অর্ডার নিশ্চিত করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করা আবশ্যক।
৩. ডেলিভারি নীতিমালা
-
অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ৩–৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়
-
প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি বা অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে
-
সঠিক ডেলিভারি নিশ্চিত করতে অর্ডারের সময় সঠিক ঠিকানা ও ফোন নম্বর প্রদান করা বাধ্যতামূলক
৪. অর্ডার বাতিল ও পরিবর্তন
-
অর্ডার নিশ্চিত হওয়ার পর বাতিল বা পরিবর্তনের জন্য দ্রুত আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে
-
পণ্যের প্রাপ্যতা, পেমেন্ট যাচাই বা অন্যান্য যৌক্তিক কারণে WavesTrendy নিজ বিবেচনায় যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখে
৫. রিটার্ন ও রিফান্ড নীতিমালা
-
প্রাপ্ত পণ্য যদি ত্রুটিপূর্ণ, ভুল, ক্ষতিগ্রস্ত বা অসম্পূর্ণ হয়, তাহলে রিটার্ন বা রিফান্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে
-
রিফান্ড প্রদান করা হবে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা স্টোর ভাউচার আকারে
👉 বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা পেজ পর্যালোচনা করুন।
৬. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার
-
WavesTrendy-এর সকল কনটেন্ট (লোগো, ডিজাইন, ছবি, ভিডিও, লেখা) কপিরাইট ও ট্রেডমার্ক আইনে সুরক্ষিত
-
পূর্বানুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, পরিবর্তন, পুনঃপ্রকাশ বা বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ
৭. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
-
আমাদের পণ্য বা সার্ভিস ব্যবহারের ফলে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য WavesTrendy দায়ী থাকবে না
-
পোশাক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও যত্ন গ্রাহকের নিজস্ব দায়িত্ব
৮. প্রাইভেসি নীতিমালা
আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ করি—এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি পেজটি দেখুন।
৯. শর্তাবলী পরিবর্তন
-
WavesTrendy যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে
-
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে
১০. যোগাযোগ করুন
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 ফোন: +880 1828549579
📧 ইমেইল: info@wavestrendy.com
📍 ঠিকানা: Dhaka, Bangladesh